All About

স্কুলের তথ্য

প্রতিষ্ঠাতা ও পরিচালকের কলম হতে-   একটা সময় ছিল যখন বাঙ্গালিরা সম্পদ বলতে গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান কিংবা চাষাবাদের জমিই বুঝত। কিন্তু বর্তমানে শিক্ষাই হচ্ছে একমাত্র সম্পদ। বর্তমান সময়ে সন্তানদের শিক্ষা নিয়ে যত বেশি ব্যস্ত, চিন্তিত এবং উদগ্রীব অন্য কোনো বিষয়ে ততটা নয়। সন্তানের প্রথম দিনের স্কুল যাত্রা থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত অভিভাবকের দৌড় ঝাপ কখনো থামেনা। তারা সর্বদা সন্তানকে মানসম্মত একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য অস্থির হয়ে থাকেন। কিন্তু মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান নির্মানসহ শিক্ষা ক্ষেত্রের প্রতিযোগিতায় উত্তরাঞ্চল অনেকটাই পিছিয়ে। বর্তমানে অবশ্য আমরা অনেক উন্নতি করছি। উত্তরাঞ্চলেও শিক্ষার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে। বেশ কিছু ভালো মানের প্রতিষ্ঠান তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় অনেক প্রতিষ্ঠানের পাশে ব্যতিক্রমধর্মী প্রয়াস নিয়ে ২০১১ইং সালে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলটি প্রতিষ্ঠা করি। যার একাডেমিক কার্যক্রম চালু হয় ২০১২ সালের ১লা ফেব্রুয়ারি। শুরুতেই প্লে গ্রুপ হতে সপ্তম শ্রেণি পর্যন্ত ৪৩৭ জন শিক্ষার্থীর পদচারনায় ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। প্রথম থেকেই স্থানীয় এবং দূরদূরান্তের অভিভাবকগণ আমাদের উপর আস্থা রেখে তাদের প্রিয়া সন্তানদের দায়িত্ব আমাদের উপর অর্পন করেছে এবং আমরা তাদের আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছি।   আমি মনে করি একজন শিক্ষার্থীর প্রয়োজন বিষয়ভিত্তিক জ্ঞান লাভ, সর্বোচ্চ ফলাফল অর্জন,  প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা অর্জন এবঙ স্বাধীনতার চেতনা নিয়ে দেশপ্রেমে উদ্ধুদ্ধ উচ্চ নৈতিকতা সমৃদ্ধ মানুষ হওয়া দীক্ষা। যাদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে আরও সুন্দর, আরও উন্নত। তবে ভালো ফসলের জন্য যেমন ভালো বীজ হলেই হয় না প্রয়োজন উর্বর জমি, তেমনি আমাদের কাঙ্খিত প্রজন্মের জন্য চাই মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান। আমি মনে করি এই চ্যালেঞ্জ গ্রহণে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সম্পূর্ণ প্রস্তত। কারণ আমাদের আছে মেধাবী ও পরিশ্রমি একঝাঁক শিক্ষক। যারা বয়সে তরুন কিন্তু বিষয় ভিত্তিক দক্ষ, শিক্ষকতায় নবীন কিন্তু ট্রেনিং প্রাপ্ত। আরও আছে আধুনিক ও সুপরিসর ডিজিটাল ক্লাস রুম। আছে কোলাহল ও শব্দমুক্ত নির্মল ক্যাম্পাস এবং সুদক্ষ ব্যবস্থাপনা। সর্বোপরি আমাদের  আছে গুণগত শিক্ষা বাস্তবায়নে সৎ ও নির্ভিক মানসিকতা। যার ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়েই সবার আস্থার একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।   প্রতিষ্ঠানের আরও উন্নতি এবং সফলতায় সচেতন অভিভাবক ও সুধী মহলের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।   অধ্যক্ষ মো: মমিনুল ইসলাম বি,এস,সি (অনার্স), এম,এস,সি (ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিদ্যা) রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ চিরিরবন্দর টেকনিক্যাল এন্ড বি.এম ইনস্টিটিউট চিরিরবন্দর, দিনাজপুর।